জন্মদিনে বিরাটদের শুভেচ্ছায় ভাসলেন টিম ইন্ডিয়ার হেড স্যার Ravi Shastri
শাস্ত্রীর কোচিংয়ে টিম হিসেবে ইন্ডিয়া গোটা বিশ্বে শাসন করছে।
নিজস্ব প্রতিবেদন: ৫৯ বছরে পা দিলেন জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভেসে গেলেন বিরাট কোহলিদের হেড স্যার। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা প্রিয় শাস্ত্রীকে শুভেচ্ছা জানালেন টুইটারে। ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন শাস্ত্রী। ব্যাট হাতে ৩৮৩০ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ১৫১টি উইকেট। তাঁর কোচিংয়ে বিরাটরা এখনও কোনও আইসিসি-র ট্রফি জিততে না পারলেও, টিম হিসেবে ইন্ডিয়া গোটা বিশ্বে শাসন করছে। ভারতকে ফের এক নম্বর টেস্ট দল বানানোর অন্যতম কারিগর শাস্ত্রীই।
বিরাটদের আগামী গন্তব্য ইংল্যান্ড। শাস্ত্রীর শিষ্যরা প্রায় চার মাসের লম্বা সফরে যাচ্ছে ব্রিটিশ মুলুকে। আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final) খেলবে। এরপর কোহলি অ্যান্ড কোং জো রুটের (Joe Root) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কিছুদিন আগেই টিমের ভূয়সী প্রশংসা করেন শাস্ত্রী। তিনি বলেছিলেন, "ভারত এক নম্বর হওয়ার জন্য তাদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়ে নিজেদের ফোকাস ধরে রেখেছে। সততার সঙ্গে সোজাসাপটা রাস্তায় তা অর্জন করেছে। নিয়ম মাঝপথে বদলে গিয়েছে। কিন্তু টিম ইন্ডিয়া প্রতিটা হার্ডেল টপকেছে। আমার ছেলেরা কঠিন সময় কঠিন ক্রিকেট খেলেছে। অত্যন্ত গর্বিত এই বিন্দাস দলের জন্য।"