ওয়েব ডেস্ক : একদিকে দলের ৫০০তম টেস্ট ম্যাচ, অন্যদিকে শক্তিশালী নিউজিল্যান্ড দল। সব মিলিয়ে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আস সকালে থেকেই ছিল চার্জড-আপ। শুরুতে তাই লাকও ফেভার করল টিম কোহলির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং সহায়ক উইকেটে কে এল রাহুল ও মুরলি বিজয় ম্যাচের শুরুতেই নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং শুরু করেন।


১১তম ওভারে ব্যক্তিগত ৩২ রানের মাথায় স্যান্টনারের বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন রাহুল। এরপরই দলের হাল ধরেন বিজয় ও চেতেশ্বর পুজারা। দু'জনেই তাঁদের অর্ধশতরান পুরো করেন। ব্যক্তিগত ৬২ রানের মাথায় আউট হন পুজারা। যদিও, তার পরপরই ওয়াগন্যারের বলে নিজের ভুলেই ক্রিজ ছাড়তে হয় অধিনায়ক কোহলিকে। বর্তমানে ভারতের স্কোর  ৪ উইকেটে ১৮৫ রান।