কোহলি-ধোনি বিশ্রামে, শ্রীলঙ্কায় তরুণ দল ভারতের
২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে উঠতি ক্রিকেটারদের পরীক্ষা করে নিতে চাইছে বিসিসিআই। প্রত্যাশামতোই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তরুণ দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা।
নিজস্ব প্রতিবেদন : ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে উঠতি ক্রিকেটারদের পরীক্ষা করে নিতে চাইছে বিসিসিআই। প্রত্যাশামতোই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তরুণ দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা।
আরও পড়ুন-'রয়্যালস কিং' স্টিভ স্মিথ
অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি-সহ দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিলেন নির্বাচকরা। কোহলি, ধোনির সঙ্গে বিশ্রাম দেওয়া হল ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়াকে। বাংলাদেশ-শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্যাটন রোহিত শর্মার হাতে। রোহিতের ডেপুটি হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন শিখর ধাওয়ান।
ধোনির পরিবর্তে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে দলে এলেন দিল্লির মারকুটে ব্যাটসম্যান ঋষভ পন্থ। পাশাপাশি সুযোগ পেলেন বরোদার অলরাউন্ডার দীপক হুডা। সেই সঙ্গে জাতীয় দলে ফিরে এলেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, বিজয় শঙ্কররা।
একনজরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), কে এল রাহুল, সুরেশ রায়না, মনীশ পাণ্ডে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, জুযবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কর, শর্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ (উইকেটকিপার)
৬ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত। ১৮ মার্চ প্রতিযোগিতার ফাইনাল। সিরিজের সবকটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
আরও পড়ুন- কঠিন সফরে ভক্তদের বিরাট সমর্থন চাইলেন কিং কোহলি