নিজস্ব প্রতিবেদন: ভারতের সামনে ফের হারের ভ্রূকুটি। সেঞ্চুরিয়ানে ২৮৭ রান তাড়া করতে নেমে ৩৫ রানেই তিন উইকেট হারাল বিশ্বের এক নম্বর টেস্ট দল। মুরলি বিজয় (৯), লোকেশ রাহুল (৪), বিরাট কোহলি (৫), তিন টপ অর্ডার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরতেই কপালে চিন্তার ভাঁজ যেন আরও প্রখর। ফ্রিডম সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হওয়া এনগিরির আগুন স্পেল দেখে রীতিমত শঙ্কায় কোহলিদের ড্রেসিং রুমও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ছিটকে গেলেন ঋদ্ধি, ৮ বছর পর টেস্টে ডাক পেলেন দীনেশ কার্তিক


সেঞ্চুরিয়ানে চতুর্থ দিনের খেলায় ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলার পেসার মহম্মদ সামি। একের পর এক উইকেট নিয়ে ভারতকে শক্ত স্থানে পৌঁছে দিয়েছেন যশপ্রীত বুমরাহ এবং ইশান্ত শর্মাও। এরপর লুঙ্গি এনগিরির উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৫৮ রানেই বেঁধে দেন রবিচন্দ্রন অশ্বিন। যার ফলে প্রথম ইনিংসে ২৮ রানের লিডের দৌলতে ভারতের সামনে ২৮৭ রানের লক্ষ্যমাত্রা রাখে ম্যান্ডেলার দেশ। 



আরও পড়ুন- ডনের সমকক্ষে বিরাট


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। অল্প রানেই ফেরেন দুই ওপেনার মুরলি বিজয় এবং লোকেশ রাহুল। 'অ্যাক্রস দ্য লেগ' খেলতে গিয়ে এনগিরির বলে এলবিডব্লুই হন প্রথম ইনিংসে ১৫০ প্লাস রান করা বিরাটও। আর টপ অর্ডারে ধ্বস নামতেই সেঞ্চুরিয়ানে ভারতের জয়ের আশাও ক্ষীণ হয়ে পড়ে। 


আরও পড়ুন- এখনও বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না বিরাটের এই 'প্রাক্তন প্রেমিকা'


কেপটাউনের মতো সেঞ্চুরিয়ানেও লজ্জাজনক হারের সামনা করতে না হলে, একটা বড় ইনিংস খেলতে হবে চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা কিংবা হার্দিকদের। তবে সেটা কতটা সম্ভব হবে, সে নিয়ে ধন্দ্বে ক্রিকেট মহল।


খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'