নিউজিল্যান্ড-১২৬/৭


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: নাগপুরে টি২০ বিশ্বকাপে সুপার টেনের প্রথম ম্যাচের শুরুটা নাটকীয় হল। প্রথমে সাউদি, বোল্টদের মত পেসারদের দলের বাইরে রেখে তিন স্পিনার রেখে দল গঠন তরে চমকে দেয় নিউজিল্যান্ড। তারপর ইনিংসের প্রথম বলেই অশ্বিনের ওভারে ছক্কা, তারপরেই আউট, তারপর ফের ছক্কা। প্রথম ওভারেই নাটক। তবে তারপর যত ম্যাচ এগোল বোঝা গেল পিচে লাট্টু ঘোরার মত বল ঘুরছে।


অশ্বিন তো বটেই রায়না, জাদেজাও যেভাবে বল ঘোরালেন তাতে আইসিসি কর্তাদের মাথা ঘুরে যাওয়ার কথা। কারণ আইসিসি কর্তারা বারবার বলছেন, এবারের এই বিশ্বকাপে প্রচুর রান উঠুক।  কারণ দর্শকরা এটাই দেখতে চান। সেই হিসেবে নাগপুরের পিচ ফেল করল প্রথম ইনিংসে। ৬ জন ভারতীয় বোলার বল করলেন পাঁচজন একটা করে উইকেট পেলেন। দুটো রান আউট হল। অশ্বিন, নেহেরা, বুমরা, রায়না, জাদেজারা উইকেট পেলেন। সেরা রায়না আর বুমরা। নিউজিল্যান্ডের হয়ে লড়লেন কোরি অ্যান্ডারসন (৩৪)।  শেষ ওভারে ছক্কা মেরে দলকে লড়াইয়ে রেখে দিলেন লুক রোঞ্চি (২১ অপরাজিত)। এখন দেখার নিউজিল্যান্ডের তিন স্পিনার সোধি, স্যান্টনার, ম্যাকালামদের সামনে রোহিত, কোহলিরা কী করেন।