পাকিস্তান-৯৭/৭, ভারত-৯৮/৫ (১৯.২ ওভার)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: একেবারে টানটান ম্যাচ। শেষ অবধি মহিলাদের এশিয়া কাপ টি২০-তে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। নির্ধারিত কুড়ি ওভারে জয়ের জন্য ৯৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেও দারুণ চাপে পড়ে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেটাররা। একাবের শেষের দিকে ঝুলন গোস্বামী আউটের পর মনে হচ্ছিল শেষ অবধি হয়তো ব্যাঙ্কক থেকে প্রতিবেশী দেশের কাছে হারের খবরই আসছে, কিন্তু হরমনপ্রীত কউর (২৬ অপ) মাথা ঠান্ডা রেখে চার বল বাকি থাকতে জয় ছিনিয়ে আনেন।


আরও পড়ুন- ব্রাজিলের ফুটবলারদের নিয়ে ভেঙে পড়ল বিমান


ভারতের পক্ষ সর্বোচ্চ রান মিতালি রাজ (৩৬)-এর। মোক্ষম সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংসকে কমে রানে বেধে রাখতে সাহায্য করেন একতা বিস্ত (৩/২০), অঞ্জু পাটিল (২/১২), হরমনপ্রীত কউর (২/১৬)। ব্যাটে বলে দক্ষতা দেখিয়ে ম্যাচের সেরা হরমনপ্রীত কউর।


৬ দেশীয় এই এশিয়া কাপ টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলার পর ভারত এখন সব ম্যাচ জিতে সবার উপরে। দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেয়েরা।