জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ইতিহাস লিখল ভারতের মেয়েরা। অপেক্ষাকৃত অখ্যাত খেলা লন বোলসে (Lawn Bowls) ঐতিহাসিক পদক নিশ্চিত করল ভারত। এই প্রথমবার এই খেলা থেকে ভারত পদক নিয়েই দেশে ফিরবে। সোমবার অর্থাৎ আজ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬-১৩ হারিয়েছে ভারত। আগামিকাল ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে ভারত। ১৯৬৬ সাল ছাড়া কমনওয়েলথ প্রতিবার লন বোলসের ইভেন্ট দেখেছে। এদিন শুরুতে ১-৬ পিছিয়ে থেকেও দারুণ ভাবে প্রত্যাবর্তন করে ভার ম্যাচ জিতে নেয়। চার জনের এই টিমে আছেন লাভলি চৌবে. পিঙ্কি, নয়নমণি সাইকিয়া ও রুপা পানি তির্কে। ভারত যদি সোনা জিততে পারে লন বোলসে, তাহলে নতুন অধ্যায়ের সূচনা হবে তা বলাই যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: It's Coming Home | Euro 2022: সাংবাদিক বৈঠকেই ব্রিটিশ ফুটবলারদের উদ্দাম নাচ! ইউরো সেলিব্রেশন ভাইরাল


 



দেখতে গেলে ভারোত্তোলনের হাত ধরেই ভারতের হাফ ডজন পদক চলে এসেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি । এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। গতকাল রাতেই বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ষষ্ঠ পদক এসেছে ভারতের। বাংলার ছেলে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে শুধু রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন। ভারতের পারফরম্যান্স এখনও পর্যন্ত বেশ সন্তোষজনক। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলি পদক আসে ভারতের ঝুলিতে। লন বোলসে যদি পদক আসে, তাহলে তা চমকে দেবে।


আরও পড়ুন: Pat Cummins | Becky Boston : 'জাস্ট ম্যারেড' লিখে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন অজি অধিনায়ক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)