ভারত (৫) পাকিস্তান (১)
ওয়েব ডেস্ক: আজলান শাহ কাপ হকিতে দারুণ জয় পেল ভারত। মঙ্গলবার মালয়েশিয়ায় পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে দিল ভারত। অলিম্পিকের আগে এই জয় হকিকে নিয়ে আলাদা প্রত্যাশা তৈরি করবে সেটাই বলাই যায়। যদিও এবার প্রথম অলিম্পিক হকির মূলপর্বে খেলবে না পাকিস্তান। এই জয়ের ফলে প্রতিযোগিতার পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার ঠিক পিছনে দ্বিতীয় স্থানে ভারত।


ম্যাচের প্রথম কোয়ার্টারে কিছুটা সমানে সমানে লড়াই চলেছিল। ভারত সেই অর্ধে ২-১ এগিয়ে ছিল। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ভারতীয়রা ততটা আধিপত্য দেখাতে শুরু করেন। তৃতীয় কোয়ার্টারে ভারত এগিয়ে যায় ৩-১। শেষ কোয়ার্টারে আরও দুটো গোল করে পাকিস্তানকে পাঁচ গোলের লজ্জা উপহার দেন সুনীল, সর্দার, তলবিন্দাররা।  মনপ্রীত সিংয়ের দলের পক্ষে প্রথম গোলটি করেন। এস ভি সুনীল করেন দুটি গোল। তলবিন্দার সিং করেন একটি গোল। প্রতিযোগিতায় চারটি ম্যাচে তিনটে জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। সর্দার সিংদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামিকাল, বুধবার।