Team India | ICC ODI World Cup 2023: মাঠে নামার আগেই চাপ! `নয়ের গেড়োয়` শুধুই ভারত, বাকিদের এই পরিণতি হবে না
India to play league matches at Nine venues: বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। আর এই সূচিতে দেখা যাচ্ছে যে, ভারতই একমাত্র দেশ, যারা লিগ পর্যায়ে ন`টি শহর ঘুরে খেলবে। আর কোনও দলকে এই ধকল পোহাতে হবে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইতে মঙ্গলবার বিশ্বকাপের (World Cup 2023) সূচি ঘোষিত হয়ে গেল। চলে এল আয়োজক দেশ ভারতেরও খেলার সম্পূর্ণ সূচি। রোহিত শর্মা অ্যান্ড কোং-এর বিশ্বকাপ সফর শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর থেকে। আইসিসি-র ১০ দলীয় শোপিস ইভেন্ট চলবে অক্টোবর-নভেম্বর মাস জুড়ে। খেলা হবে ১২টি ভেন্যুতে। নাগপুর, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর, ও ধরমশালাতেই হবে বিশ্বকাপ। এমনকী প্র্যাক্টিস সূচিতেও রয়েছে এই শহরগুলি। ১০ দলের মধ্যে একমাত্র ভারতই ন'টি ভিন্ন ভেন্য়ুতে খেলবে। আরও কোনও দল এত বেশি ভেন্যুতে খেলছে না। লিগ পর্যায়ে ভারত ঘুরবে দেশের নয় শহরে। ভারতের জন্য বিষয়টি বেশ চাপেরই হবে।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাই থেকে রোহিতরা চলে যাবেন দিল্লিতে। খেলবেন আফগানিস্তানের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি থেকে টিম ইন্ডিয়া উড়ে যাবে আহমেদাবাদ। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 'মাদার অফ অল ব্যাটল'। আহমেদাবাদ থেকে পুণে। প্রতিপক্ষ তামিম ইকবালের বাংলাদেশ। পুণে থেকে শৈলশহর ধরমশালায়। সেখানে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর লখনউ হয়ে মুম্বই, মুম্বই থেকে কলকাতা হয়ে বেঙ্গালুরু। রোহিতরা চরকির মতো ঘুরপাক খাবেন।
এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার বিশ্বযুদ্ধের ক্রীড়াসূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
নাগপুর, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর, বেঙ্গালুরু ও ধরমশালাতেই হবে বিশ্বকাপ। এমনকী প্র্যাক্টিস সূচিতেও রয়েছে এই শহরগুলি। এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে ভারত। এর আগে তিনবার বিশ্বকাপের আসর বসেছে ভারতে। কিন্তু প্রতিবারই ভারতের সঙ্গে উপমহাদেশের কোনও দেশ আয়োজক হিসেবে ছিল। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা বিশ্বকাপের আয়োজন করে। আর ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে বসে বিশ্বকাপের আসর। এবার একক ভাবে চলতি বছর বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।