নিরপেক্ষ ভেনুতে হোক ভারত-পাকিস্তান ম্যাচ, কেন্দ্রকে চিঠি দিল বিসিসাই
ব্যুরো: নিরপেক্ষ ভেনুতে পাকিস্তানের সঙ্গে খেলতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বছরের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় ভারত। নিরপেক্ষ ভেনু হিসাবে দুবাইকে বেছে নিয়েছে বিসিসিআই। দুহাজার চোদ্দ সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম চুক্তি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি হয় ভারত। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলে সেই চুক্তি সম্পন্ন করতে চায় বোর্ড। বোর্ড সভাপতি থাকাকালীন পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি ছিলেন শশাঙ্ক মনোহর। কিন্তু দুদেশের রাজনৈতিক চাপানউতোরের জেরে সিরিজ খেলার ছাড়পত্র দেয়নি ভারত সরকার। কেন্দ্র অনুমতি দিলে দুহাজার বারো সালের পর বাইশ গজে ফের মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টিম ইন্ডিয়া।