নিজস্ব প্রতিনিধি : ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান এশিয়া কাপে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে। তবে হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান, সিঙ্গাপুর ও সংযু্ক্ত আরব আমিরশাহীর মধ্যে এখন লড়াই বাকি একটা জায়গায় জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  দু'হাতে বল করছেন, ব্যাট হাতে গেইলের মতো ঠ্যাঙাচ্ছেন, ভারতীয় তরুণের বিস্ময় কাণ্ডে হইচই


দুটো গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং কোয়ালিফাই করবে যে দল। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। দুটো গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার ফোর-এ কোয়ালিফাই করবে। গতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু এবার এই টুর্নামেন্টে সূচি বিভ্রাটের কারণে সমস্যায় পড়তে পারে বিরাট কোহলির দল। ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। তার আগেরদিন আবার ভারতের ম্যাচ রয়েছে। অর্থাত্ পর পর দুদিনে দুটো ম্যাচ খেলতে হবে বিরাটের দলকে। কেন এমন সূচি করা হল? কেন হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগেরদিন ভারতের ম্যাচ রাখা হল? এরকম বিভ্রাটের ফলে তো ভারতীয় দলের ক্রিকেটারদের ক্লান্ত থাকার সম্ভাবনা বাড়বে। আয়োজকরা অবশ্য এত প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি।


আরও পড়ুন-  ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে স্পট ফিক্সিং, নাম জড়াল ম্যাক্সওয়েলের


এশিয়া কাপের সূচি-


১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার
১৭ সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম কোয়ালিফায়ার
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান


সুপার ফোর-


২১ সেপ্টেম্বর- গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার্স
২১ সেপ্টেম্বর- গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার্স
২৩ সেপ্টেম্বর- গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ এ রানার্স
২৩ সেপ্টেম্বর- গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি রানার্স
২৫ সেপ্টেম্বর- গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী
২৬ সেপ্টেম্বর- গ্রুপ এ রানার্স বনাম গ্রুপ বি রানার্স


২৮ সেপ্টেম্বর ফাইনাল