ওয়েব ডেস্ক : যুববিশ্বকাপে বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারেতর। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে ভারতকে। জয়ের জন্য প্রথম থেকেই অলআউট ঝাঁপাতে চাইছে টিম ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রুপ লিগের দুই ম্যাচে হারলেও এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা ছাড়ছে না ভারত। আর সেজন্য জয়ের লক্ষ্য নিয়েই ঘানার বিরুদ্ধে শেষ ম্যাচে নামছেন ধীরজ সিং রা। তাই রক্ষণাত্মক নয়, একেবারে আক্রমণাত্মক ফুটবলই খেলতে চান কোমল থাথালরা। দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ঘানার বিরুদ্ধে কুঁকড়ে নয় রীতিমত কোচ মাতোসকে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় ফুটবলাররা। ঘানার বিরুদ্ধে দল জিততে পারবে কি না তা পরের কথা কিন্তু ফুটবলারদের এই আত্মবিশ্বাসে খুশি মাতোস।


কলম্বিয়ার মতন ঘানাকেও শারীরিক শক্তিধর দল হিসেবে সমীহ করছে ভারত।  অমরজিত-আনোয়ার ছাড়া ভারতের সব ফুটবলারই ফিট আছেন। দুই বঙ্গ সন্তান অভিজিত সরকার ও রহিম আলি ঘানার বিরুদ্ধেও শুরু থেকে খেলবেন বলেই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।


আরও পড়ুন- ম্যাকাউকে ৪-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেল ভারত