বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রস্তাব ফেরাল ক্রিকেট অস্ট্রেলিয়া!
কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া সফরে কোহলিদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ।
নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রস্তাব ফেরাল ক্রিকেট অস্ট্রেলিয়া। ডনের দেশে পৌঁছে ২ সপ্তাহই কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাট কোহলিদের। বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় পৌঁছে সম্ভবত অ্যাডিলেডে কোয়ারেন্টিনে থাকবে ভারতীয় দল। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কার্যকরী প্রধান নিক হোকলে।
কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া সফরে কোহলিদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ। তাঁর যুক্তি ছিল ২ সপ্তাহ হোটেলবন্দি থাকলে, হতাশা গ্রাস করতে পারে রোহিতদের।
কোয়ারেন্টিনে থাকার সময় ভারতীয় দল অত্যাধুনিক পরিকাঠামোতে অনুশীলন করতে পারবে। যাতে ম্যাচে কোনও সমস্যা না হয়। চিকিৎসক আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই সব বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন নিক হোকলে।
শুধু সফরকারী ভারতীয় দলের ক্রিকেটাররাই নন, আইপিএল খেলে ফেরা অস্ট্রেলিয়া ক্রিকেটারদেরও দেশে ফিরে নিয়মমতো কোয়ারেন্টিনে থাকতে হবে।
আরও পড়ুন - আরব দেশে IPL আয়োজনের জন্য মোদী সরকারের অনুমোদনের অপেক্ষায় BCCI