ব্যুরো: নটিংহ্যামের ছবি এবার কলম্বোতে। বোলারের ভূমিকায় ইশান্ত শর্মা। বৃহস্পতিবার নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুত পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডকে স্পর্শ করেছিলেন।  স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত পারফরম্যান্সের পরদিনই কলম্বোতে  শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে বল হাতে আগুন ঝড়ালেন ইশান্ত শর্মা।  নিজের স্পেলের প্রথম চার ওভারেই পাঁচ  উইকেট তুলে নিয়ে উপল থারাঙ্গাদের ব্যাটিং লাইন আপের মেরুদন্ড ভেঙে দেন এই ভারতীয় পেসার। তার বলের দাপটে মাত্র দশ রানে পাঁচ উইকেট খোয়ায় সিংহলিরা। শেষ পর্যন্ত একশো একুশ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। ইশান্ত তেইশ রানে পাচ উইকেট পেয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলম্বোতে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে তিনদিনের ম্যাচে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড তিনশো বিয়াল্লিশ। এদিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় তিনশো একান্ন রানে । এরপর ইশান্ত শর্মার দাপটে মাত্র একশো একুশ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ইশান্ত শর্মা একাই তেইশ রানে পাচ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অল্প রানের মধ্যেই রোহিত শর্মা,বিরাট কোহলি ও ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়ে সমস্যায় পড়ে ভারত। কিন্তু দলকে টেনে তোলেন চেতেশ্বর পূজারা ও লোকেশ রাহুল। দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটে একশো বারো। পূজারা একত্রিশ ও রাহুল সাতচল্লিশ রানে ব্যাট করছেন।