ওয়েব ডেস্ক: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। গ্রেফতার হলেন ভারতীয় অনূর্দ্ধ ১৯ ক্রিকেট দলের অধিনায়ক ঈশান কিষান। অভিযোগ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ছোট ভারতের অধিনায়ক ঈশান। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে খবর, পাটনায় বাবার সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে অটোতে ধাক্কা মারেন বছর ১৭-এর ঈশান। ঈশানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অটোর যাত্রীরা। অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয় ভারতীয় অনূর্দ্ধ ১৯ ক্রিকেট দলের অধিনায়ককে। ক দিন আগেই ভারতীয় অনুর্দ্ধ ১৯ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের এই উইকেটকিপার- ব্যাটসম্যান। ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে হবে অনূর্দ্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ।


তার আগে এই ঘটনায় নিশ্চিতভাবেই দলকে অস্বস্তিতে ফেলবে। তবে তার চেয়েও খারাপ খবর ঈশানের পক্ষে। কারণ ক দিন আগে ধোনির মত উত্থানের সঙ্গে তুলনা টেনে ঈশানকে লাইমলাইটে এনেছিল প্রচারমাধ্যম। কিন্তু সেই খবর মানুষের মন থেকে মুছে যাওয়ার আগেই খারাপ কারণের জন্য খবরে এলেন। ক্রিকেটে শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ জিনিস। গাড়ি চালাতে বেপরোয়াভাব দেখালে, দেশের অধিনায়কত্ব কীভাবে সামলাবেন এমন প্রশ্ন উঠছে। যদিও ঈশানের ঘনিষ্ঠরা বলছেন, এটা নেহাতই একটা বিচ্ছিন্ন ঘটনা।