ওয়েব ডেস্ক:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ২টি একদিনের ম্যাচে দল থেকে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা। পরিবর্তে দলে এলেন অক্ষর প্যাটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। পরপর তিন ম্যাচে অজিদের নাস্তানাবুদ করে ছেড়েছে কোহলিবাহিনী। পরের দুটি ম্যাচ হবে বেঙ্গালুরু ও নাগপুরে। ওই দুই ম্যাচের জন্য ডাকা হয়েছে বাঁ হাতি স্পিনার অক্ষরকে। এছাড়া বাকি দল একই থাকছে।


উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে টানা ৯টি ম্যাচ জিতেছে ভারত। ইন্দোরে জেতার পরই আইসিসির র‍্যাঙ্কিংয়ে এক নম্বরেও চলে এসেছে ভারত। আগামী ২৮ সেপ্টেম্বর চেন্নাস্বামীতে ভারতের চতুর্থ ম্যাচ। পঞ্চম ম্যাচ হবে নাগপুরে, ১ অক্টোবর।


ভারতীয় দল


বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, মণীশ পাণ্ডে, কেদার ‌যাদব, অজিঙ্ক রাহানে, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ ‌যাদব, ‌যুঝবেন্দ্র চাহল, ‌যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ ‌যাদব, মহম্মদ শামি ও অক্ষর প্যাটেল।


আরও পড়ুন-গোল পার্থক্যে লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, টানা আটবার লিগ জিতল লাল-হলুদ