নিজস্ব প্রতিবেদন :  হার দিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। ক্যাঙারুর দেশে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে হারতে হয়েছে ভারতকে। একই বল খেলে বেশি রান করেছে ভারত, তবু নিয়মের অদ্ভুত গেড়োয় অজিদের কাছে ৪ রানে হারতে হয়েছে ভারতকে। ভারতের এই হারের কারণ হিসেবে GST কেই দায়ি করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি-তে ৪ রানে হার ভারতের


বুধবার ব্রিসবেনে বৃষ্টির কারণে কমে আসে ম্যাচের ওভার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাটিং করে ১৭ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে অস্ট্রেলিয়া৷ কিন্তু ১৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান করেও ম্যাচ হারতে হয়েছে ভারতকে৷ কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের টার্গেট বেড়ে দাঁড়ায় ১৭৪ রান৷



এই ডাকওয়ার্থ-লুইস নিয়মকেই মজা করে GST বলেছেন বীরেন্দ্র সেওয়াগ৷ বীরুর কথায় অস্ট্রেলিয়ার স্কোরের সঙ্গে GST যোগ হওয়ায় ভারত বেশি রান করেও ম্যাচ জিততে পারেনি৷