ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। গত রবিবার অসিদের প্রথম একদিনের ম্যাচে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ফলে আজ মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন অসি ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের অভিমত, এই সিরিজ স্টিভ স্মিথর সামনে একটা বড় পরীক্ষা। বাংলাদেশের মতো দলের কাছে একটি টেস্টে হেরেছে স্মিথরা। এবার তাদের সামনে শক্তিশালী ভারত। ২০১৪ সালে এই ইডেনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত শর্মা। ফলে আজ ইডেনের দর্শকরা তার দিকে তাকিয়ে থাকবে।


ভারতীয় দলে কোনও রদবদল হয়নি। তবে অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন হয়েছ। ফকনারের পরিবর্তে দলে এসেছেন রিচার্ডসন। আগারের পরিবর্তে এসেছে জাম্পা।


আরও পড়ুন-মোদীর ভয়ে পাকিস্তানে চার বার আস্তানা বদলেছে দাউদ, জেরায় জানাল ভাই