IND vs AUS: রাজকোটে ডু-অর-ডাই ম্যাচ ভারতের; কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন
বিতীয় একদিনের ম্যাচে ফের তিন নম্বরেই ব্যাট করতে দেখা যাবে বিরাট কোহলিকে।
নিজস্ব প্রতিবেদন : প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর আজ ভারতের সিরিজ বাঁচানোর লড়াই। সিরিজে টিকে থাকতে গেলে শুক্রবার ভারতের মাস্ট উইন ম্যাচ। দ্বিতীয় একদিনের ম্যাচে ফের তিন নম্বরেই ব্যাট করতে দেখা যাবে বিরাট কোহলিকে। মুম্বইতে কোহলির চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত ব্যাকফায়ার করেছিল। ঋষভ পন্থ না থাকায় উইকেটকিপিং করবেন কে এল রাহুল। তবে চার নম্বরে রাহুল না শ্রেয়স আইয়ার কে ব্যাট করবেন? সেটাই দেখার বিষয়। পন্থের অনুপস্থিতিতে দলে আসতে পারেন মনীশ পাণ্ডে। কিংবা কেদার যাদব বা শিবম দুবে।
বোলিং বিভাগে চোট সারিয়ে দলে ফেরা জশপ্রীত বুমরা মুম্বইতে দাগ কাটতে পারেননি। রাজকোটে চেনা বুমরাকে দেখার অপেক্ষায় সবাই। তবে দেখার বিষয় শার্দুল ঠাকুরের জায়গায় নবদীপ সাইনি দলে ঢোকেন কি না। কারণ মুম্বই ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন শার্দুল। সেরকমই মুম্বইতে কুলদীপ যাদবের খারাপ পারফরম্যান্সের পর দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহল। অন্যদিকে আজই সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে আজ একটা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
#আজ কোথায় হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচটি?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে রাজকোটে।
#কখন শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ।
#কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচর সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস-১ এবং স্টার স্পোর্টস-৩।
#ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।
আরও পড়ুন - ভারতীয় দল যাবে না, পাকিস্তান থেকে সরে গেল এশিয়া কাপ