নিজস্ব প্রতিবেদন: সিরিজ হাত থেকে বেরিয়ে গেলেও বেঙ্গালুরুর ম্যাচ জিততে মরিয়া স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিদের এই মরিয়া লড়াই দেখল ক্রিকেট বিশ্ব।  চতুর্থ একদিনের ম্যাচে বিরাট ভারতের সামনে ৩৩৪ রানের লক্ষ্যমাত্রা রাখল ব্যাগি গ্রিনরা।  এই সিরিজে এটাই তাদের সর্বোচ্চ স্কোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শোয়েবকে নিয়ে ‘ওভার পজেসিভ’ সানিয়া!


এদিন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ জুটি কার্যত ভারতের সব বোলিং ডিপার্টমেন্টকেই দুরমুশ করে। ইন্দৌরে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরির পেলেও  আজ অল্পের জন্য শতরান হাতছাড়া হয় ফিঞ্চের। ৯৪ রানেই উমেশ যাদবের বলে আউট হন তিনি। তবে মহাষ্টমীর দিনে রণংদেহী মেজাজে ছিলেন ডেভিড ওয়ার্নার। ১২টি চার এবং ৪টি ছয় মেরে ওয়ানডে কেরিয়ারের ১৩ তম সেঞ্চুরিটি করে ফেলেন অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক। কুলদীপ যাদব ১২৪ রানে ডেভিড ওয়ার্নারকে না ফেরালে অজিদের স্কোর হয়ত আরও বেশিই হত।  ৩০ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে পিটার হ্যান্ডসকম অজিদের ৩০০ রানের গণ্ডি পার করে দেন। এদিন মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া থেকে কুলদীপ যাদব সবাই অজি ব্যাটিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন। উমেশ যাদব ৪টি এবং কুলদীপ একটি উইকেট নেন।


আরও পড়ুন- ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ-এর নয়া রূপ


উল্লেখ্য, এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।