নিজস্ব প্রতিবেদন :  রবিবার ভাইজাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কামব্যাক করেই মাইলস্টোন স্পর্শ করেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হন তিনি। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন ২৫ বছর বয়সী বুমরাহ। বুধবার বেঙ্গালুরুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই রেকর্ডের হাতছানি তাঁর সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পাকিস্তান সুপার লিগে খেললে আইপিএলে নিষেধাজ্ঞা ক্রিকেটারদের! ইঙ্গিত বিসিসিআই-এর


টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৪১টি ম্যাচ খেলে পঞ্চাশ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন জশপ্রীত। প্রথম ম্যাচে চার ওভারে ১৬ রান দিয়ে নেন তিন উইকেট। বুমরাহর আগে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৫২টি উইকেট নিয়েছেন অশ্বিন। ৪১ ম্যাচ খেলে বুমরাহর উইকেট সংখ্যা ৫১। বেঙ্গালুরুতে আর মাত্র ২টি উইকেট নিতে পারলেই অশ্বিনকে টপকে যাবেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে জায়গা করে নেবেন ২৫ বছর বয়সী এই পেসার। কুড়ি-কুড়ির ক্রিকেটে ৯৯ ম্যাচে ৯৮ টি উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি।