জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সুপারহিট রোহিত (শর্মা) শো! (Rohit Sharma)। শুক্রবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium, Nagpur) তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া ( India vs Australia, 2nd T20I)। আর এই ম্যাচেই ফের একবার বাইশ গজ দেখল, রোহিত যেদিন ফর্মে থাকেন, সেদিন কোনও হিসেব মেলে না। একা হাতে ভারতকে ম্যাচ জিতিয়ে সিরিজে সমতায় ফেরালেনই না, ছক্কা হাঁকিয়ে করে ফেললেন কাঙ্খিত বিশ্বরেকর্ডটি। এদিন আট ওভারের ম্যাচে (বৃষ্টির জন্য কুড়ির বদলে আট) অস্ট্রেলিয়ার ৯০ রান তাড়া করে ভারত চার বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। রোহিত ওপেন করতে নেমে ২০ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। চারটি চার ও চারটি ছয় হাঁকান 'হিটম্যান'। ২৩০.০০ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। রোহিত এদিন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে (Martin Guptill) টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটার হয়ে গেলেন। মোহালিতে রোহিত বসেছিলেন গাপটিলের পাশে। দুয়ের ঝুলিতেই ছিল ১৭২টি করে আন্তর্জাতিক টি-২০ ছয়। এবার রোহিতই মগডালে। দেশের জার্সিতে তাঁর ঝুলিতে ১৭৬টি টি-২০ ছক্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS : 'হিটম্যান' রোহিতের ব্যাটে ছয় উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। আট ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছিল। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ম্যাথু ওয়েড দুর্দান্ত ব্যাট করেন। ফিঞ্চ ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে জসপ্রীত বুমরার বলে ফিরে গেলেও, অন্য দিকে চালিয়ে ব্যাট করতে থাকেন ম্যাথিউ ওয়েড। গত ম্যাচে ২১ বলে ৪৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন। এবার অজি উইকেটকিপার অপরাজিত রইলেন ২০ বলে ৪৩ রানে। বিস্ফোরক ওয়েডের ইনিংস চারটি চার ও তিনটি ছক্কা দিয়ে সাজানো ছিল। গ্লেন ম্যাক্সওয়েল প্রথম ম্যাচের মতো এ বারও ব্যর্থ। তবুও ফিঞ্চ এবং ওয়েডের ব্যাটিংয়ের সামনে বাধা হয়ে দাঁড়ালেন অক্ষর প্যাটেল। ১৩ রানে ২ উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। এক উইকেট পান জসপ্রীত বুমরা।রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত ও কেএল রাহুল। তবে দলের রান যখন ৩৯, তখন ফিরে যান রাহুল। বিরাট কোহলি আউট হলেন ৬ বলে ১১ রানে। সূর্য কুমার যাদব ও হার্দিক পান্ডিয়া দ্রুত রান তুলতে গিয়ে ফিরে গেলেও রান চেজ করে জয় পেতে অসুবিধা হয়নি। কারণ দীনেশ কার্ত্তিককে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দিলেন অধিনায়ক। ২০ বলে ৪৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রোহিত। মারলেন চারটি চার ও চারটি ছক্কা।