নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদহাস ট্রফিতে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ভারতের ১৭৭ রানের লক্ষ্যের সামনে ১৫৯ রানে গুটিয়ে গেলেন মুশফিকুররা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। একটা সময়ে মনে হচ্ছিল দেড়শো রানও পার করতে পারবে না টিম ইন্ডিয়া। তবে শেষের দিকে রোহিত-রায়নার বিধ্বংসী ব্যাটিং ১৭৬ রানে পৌঁছে দেয় ভারতকে। রোহিত শর্মা করেন ৬১ বলে ৮৯ রান। ৩০ বলে ৪৭ রানে আউট হন সুরেশ রায়না। 



লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট খোয়ালেও ক্রিজে জমে গিয়েছিলেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আরও একটা রুদ্ধশ্বাস জয় হতে পারত। তবে হল না। ১৪-১৬ ওভারে উঠল মাত্র ১৬ রান। ৪ ওভারে দরকার ছিল ৫৭ রান। ১৮ তম ওভারে উঠেছিল ১৬ রান। তবে শেষপর্যন্ত জয় অধরাই থেকে গেল। ওই ৩ ওভারে ভারতের কৃপণ বোলিংই ম্যাচ থেকে বের করে দিল বাংলাদেশকে। ভারতের জয়ে ভূমিকা রেখেছেন ওয়াশিংটন সুন্দর। ৪ ওভার হাত ঘুরিয়ে এই স্পিনার তুলে নিয়েছেন ৩ উইকেট। রান দিয়েছেন মাত্র ২২।