নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদহাস ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি ভারত-বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে,ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করবে রোহিত শর্মার ভারত। তবে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে মরিয়া টাইগাররা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধোনি-কোহলির অবর্তমানে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে ভারত। কিন্তু তারপরেই ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার দল। পর পর তিনটি ম্যাচ জিতে সবার আগে ফাইনালের টিকিট পাকা করেছে। ব্যাট হাতে শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, মনীশ পাণ্ডেরা ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও রান পেয়েছেন 'হিটম্যান' রোহিত শর্মা।বল হাতে শর্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাটরা ভরসা যোগাচ্ছেন রোহিতকে। টিম গেমে ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।



অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দু'টো ম্যাচে রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে তামিম ইকবালের পাশাপাশি মুশফিকুর রহিম দুরন্ত ফর্মে রয়েছেন। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে বড় ভূমিকা নিয়েছেন মাহমুদুল্লা। পাশাপাশি চোট সারিয়ে বাংলাদেশের নেতৃত্বে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিদহাস ট্রফিতে ভারতের বিরুদ্ধেই কেবলমাত্র জিততে পারেনি তামিম-মুশফিকুররা। ফাইনালে তাই মরণ কামড় দিতে মরিয়া টাইগাররাও।


আরও পড়ুন- নতুন ভাষা শিখছেন ভারত অধিনায়ক, ভাইরাল ভিডিও