জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মারা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপের সুপার আটে (T20 World Cup Super 8) উঠেছিল গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করেই। গত বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার আটের অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (IND vs AFG , T20 World Cup Super 8)। আর কয়েক ঘণ্টা পর ভারত রোহিতরা নাজমুল হোসেইন শান্তর বাংলাদেশের বিরুদ্ধে সুপার আটের দ্বিতীয় ম্য়াচে নামবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দাপুটে জয়ে সুপার আট শুরু ভারতের, বার্বাডোজ মাতালেন সূর্য-হার্দিক-বুমরা-অক্ষর


অন্যদিকে বাংলাদেশ গতকাল সুপার এইটের প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে গিয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচের ফয়সলা হয়েছিল ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে। ঘটনাচক্রে অ্যান্টিগার স্য়র ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আদৌ দুই বাংলার লড়াই হবে কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। কারণ ঘণ্টায় ঘণ্টায়, দফায় দফায় বেশ ভালো রকমের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের রিপোর্ট তেমনই।


এখন প্রশ্ন বৃষ্টিতে যদি ম্য়াচ ধুয়ে যায়, তাহলে কী হবে? সেমিফাইনাল এবং ফাইনাল ছাড়া কোনও রিজার্ভ ডে নেই এই টুর্নামেন্টে। ফলে খেলার ভাগ্য় যা নির্ধারিত হওয়ার শনিবারই হয়ে যাবে। ম্য়াচ যদি একান্তই না হয়, তাহলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ভারতের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। আফগানদের হারিয়েই সুপার আটে খাতা খুলেছে ভারত। অন্য়দিকে সাকিব আল হাসানরা প্রথম ম্য়াচ হেরে কোনও পয়েন্টই পায়নি। এদিন খেলা না হলে, তাদের পকেটে একটি পয়েন্ট আসবে। 


এখন সুপার আটের যা অবস্থা, সেখানে এখন ভারতের হাতে রশিদ খানদের ভাগ্য়। আগামিকাল অর্থাৎ রবিবাসরীয় সকালে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হেরে গেলেই, তাদের বিশ্বকাপে বিদায়ঘণ্টা বেজে যাবে। অন্য়দিকে রোহিতরা যদি শান্তদের হারিয়ে দেন, তাহলেও কিন্তু যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশই থাকবে চাপে। এমনই চাপ যে, রশিদদের হারাতেই হবে অজিদের। আগামী সোমবার ভারত সুপার আটের তৃতীয় ম্য়াচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্য়াচ জিতলেই রোহিতদের হাতে চলে আসবে শেষ চারের টিকিট। আর হারলে আফগানিস্তান এবং বাংলাদেশের হারের অপেক্ষায় থাকবে ভারত।


আরও পড়ুন: মর্মান্তিক, ব্যালকনি থেকে পড়ে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! ‘আত্মহত্যা’র সন্দেহ


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)