নিজস্ব প্রতিবেদন - মঙ্গলবার পুনেতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। ইতিমধ্যেই টেস্ট ও টি-২০ সিরিজ জিতে নিয়েছেন বিরাট কোহলিরা। এবার লক্ষ্য একদিনের সিরিজ জেতা। উল্টোদিকে ইংল্যান্ডও মুখিয়ে একদিনের সিরিজ জিতে নিজেদের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান যে একদিনের সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ানই। টি-২০ তে ব্যর্থ হলেও একদিনের সিরিজের জন্য ধাওয়ানেই আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কোহলি বলেন, “একদিনের ম্যাচে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ধাওয়ানই নামবে, এই নিয়ে কোনো দ্বিধা নেই। দীর্ঘদিন এই জুটি ভারতকে ভরসা দিয়েছে।”


 



এদিকে একদিনের সিরিজের প্রথম ম্যাচের প্রথম এগারো কি হবে তা ম্যাচের আগেই জানানো হবে বলে মনে করা হচ্ছে। টি-২০ সিরিজে অভিষেক ঘটিয়েই রীতিমতো সাড়া ফেলেছেন সূর্যকুমার যাদব। তিনি আছেন একদিনের দলেও। এবার একদিনের সিরিজেও অভিষেক ঘটতে পারে তাঁর। এছাড়াও মিডল অর্ডারে কোহলি, শ্রেয়স আইয়ার, পন্থ, হার্দিকরা থাকছেন।  বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, সিরাজ, নটরাজন, চাহালরা থাকছেন।


অপরদিকে কনুইতে চোট পেয়ে আগেই ছিটকে গেছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। তবে আর্চারকে ছাড়াই সিরিজ জিততে মরিয়া মর্গ্যানরা।