নিজস্ব প্রতিবেদন : চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভাংড়া নাচে মাতিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি। কিং কোহলির সঙ্গী ওপেনার শিখর ধাওয়ান। শুক্রবার এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিংয়ে নামার সময় ঢোলের তালে তালে নাচতে শুরু করে দেন বিরাট কোহলি। অধিনায়কের পাশাপাশি একই ভঙ্গিতে নাচতে দেখা গেল ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে৷ একেবারে পঞ্জাবি স্টাইলে নাচতে শুরু করে দেন বিরাট এবং ধাওয়ান৷ ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি-ধাওয়ানের এই ভাংডা় ডান্সের ভিডিও কিন্তু ভাইরাল৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ইংল্যান্ডে ভারতের কাঁটা অ্যান্ডারসনই, বললেন ম্যাকগ্রা


ইংল্যান্ডের মাটিতে কোহলিদের প্রস্তুতি ম্যাচে ভারতীয় সংস্কৃতির স্বাদ দিতে প্রথম দিন থেকে ভাংড়া ও ঢোলের ব্যবস্থা রেখেছিল এসেক্স৷ ম্যাচের প্রথম দিন 'জয় হো' গানের তালে মাঠে কোহলিদের স্বাগত জানানো হয়৷ এরপর দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগে ঢোল ও ভাংড়ার তালে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে স্বাগত জানায় এসেক্স৷



তৃতীয় দিনে ফিল্ডিংয়ে নামার সময় ঢোলের তালে আর নিজেদের সামলে রাখতে পারেননি দুই ক্রিকেটার৷ ঢোলের বোলে নাচতে শুরু করে দেন কোহলি-ধাওয়ান৷



চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। কোহলি রান পেলেও কিন্তু ধাওয়ান রান পাননি। দুই ইনিংসে রানের খাতা খুলতে পারেননি শিখর। এসব অবশ্য মাথায় রাখছেন না 'গব্বর'। তিনি আপন খেয়ালেই আছেন। কোহলিও রয়েছেন খোশ মেজাজে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগে ফুরফুরে মেজাজেই ইংল্যান্ডে গোটা টিম ইন্ডিয়া।   


আরও পড়ুন - এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ড্র, মাঠে ফিরলেন অশ্বিন


তবে বিদেশ সফরে এই প্রথমবার এমন নাচের ঘটনা নয়। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফর গিয়েও ভাংড়া নাচতে দেখা গিয়েছিল বিরাট কোহলি-শিখর ধাওয়ান এই দুই ক্রিকেটারকে৷ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার স্ট্রিট মিউজিকের সঙ্গে ভাংড়ার বোলে পা মিলিয়েছিলেন দিল্লির দুই ক্রিকেটার৷