নিজস্ব প্রতিবেদন: সাল ১৯৮০। মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতীয় হকি দল জিতেছিল সোনা। পেরিয়ে গিয়েছে চার দশক। কাঙ্খিত সোনা আজও অধরা। এবার সেই হতাশার ছবি বদলে ফেলতে মরিয়া মনপ্রীত সিং অ্যান্ড কোং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার অর্থাৎ আজ বিকেলে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে নামছে দুরন্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়া। মনপ্রীত-শ্রীজেশরা কি পারবেন টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ভারতকে সোনা এনে দিতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে স্বপ্ন দেখছে গোটা দেশ।


আরও পড়ুন:অলিম্পিক্স ব্রোঞ্জের লক্ষ্যে কোর্টে PV Sindhu, কখন আর কোথায় দেখা যাবে ম্যাচ?



অলিম্পিক্সে এর আগে ভারত-গ্রেট ব্রিটেন মুখোমুখি হয়েছে ৮ বার। দুই দলই জিতেছে চারবার করে। ২০০০ সিডনি অলিম্পিক্সে দুই দেশের শেষ সাক্ষাৎ হয়েছিল। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ভারত ৫-০ গোলে হারিয়েছিল ব্রিটেনকে। এটাই সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড ভারতের। পরিসংখ্যান বলছে গ্রুপ পর্বের পারফরম্যান্সের বিচারে টোকিওতে ভারত দ্বিতীয় সেরা পারফরম্যান্স দিয়েছে। শেষ ৫ ম্যাচে জয় এসেছে ৪টি।


এবার প্রথম প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচেই ভারত বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হেরেছিল। এরপর ভারত স্পেনকে ৩-০ গোলে হারায় ও গত ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে ধরাশায়ী করে। গত শুক্রবার পুল 'এ'-তে শেষ ম্যাচে ভারত ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছিল জাপানকে। দেখার আজ ভারত কী করতে পারে!


ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কবে?
ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১ অগাস্ট, রবিবার অর্থাৎ আজ।


ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কোথায়?
ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ টোকিওর ওই হকি স্টেডিয়াম নর্থ পিচে।


ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কখন?
ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ভারতীয় সময়ে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু।


টিভিতে ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কোথায় দেখা যাবে?
টিভিতে ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দূরদর্শন ও সোনি নেটওয়ার্কের একাধিক চ্যানেল দেখা যাবে।


অনলাইনে ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কীভাবে দেখা যাবে?
অনলাইনে ভারত বনাম গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সোনিলিভ অ্যাপ ও জিও টিভি-তে দেখা যাবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)