নিজস্ব প্রতিবেদন: প্রথমে রাহুল পরে শ্রেয়সের ব্যাটে ইডেন পার্কে ধুন্ধুমার ব্যাটিং। নিউ জিল্যান্ড সফরের প্রথম ম্যাচেই কোহলিদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল কিউইরা। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ভারতের সামনে ২০৪ রানের টার্গেট ছিল টিম ইন্ডিয়ার সামনে। ৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর রাহুল আর বিরাটের ব্যাটে ভর করে দ্বিতীয় উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ শক্ত ভিতের পর দাঁড় করিয়ে দেয় ভারতকে। ৫৬ রান করেন রাহুল। ৪৫ রানে আউট হন কোহলি। এরপর শ্রেয়স আইয়ার-মনীশ পাণ্ডে জুটি ভারতকে জয় এনে দেয়। ২৯ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। এক ওভার বাকি থাকতেই জয় ভারতের।


টস জিতে প্রথমে ব্ল্যাক ক্যাপসদের ব্য়াট করতে পাঠান কোহলি। কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের সামনে ২০৪ রানের টার্গেট দেয় নিউ জিল্যান্ড। শুরুতেই দুই কিউই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপ্টিল ঝড় তোলেন। গাপ্টিল ৩০ করলেও মুনরো ৫৯ রান করেন। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫১ রান। শেষ পর্যন্ত রস টেলর ৫৪ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে নিউ জিল্যান্ড।


আরও পড়ুন - Australian Open 2020: ফোরহ্যান্ড রিটার্ন সজোরে লাগল বলগার্লের গালে, প্রথমে আদর পরে চুম্বন নাদালের