নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের বিশাল ১৯৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল বিরাট বাহিনী। লক্ষ্য থেকে ৪০ রান দূরেই থমকে গেল ভারত। ওই রান তুলতে ৭ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ফলে টি ২০ সিরিজে আপাতত একটি করে ম্যাচ জিতল দুদল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলা ‌যেতে পারে একা মুনরোই হারিয়ে দিলেন ভারতকে। তাঁর ১০৯ রানের জবাবে বিরাট কোহলি একটি পাল্টা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু ১৬.৩ ওভারের মাথায় ৬৫ রানে আউট হয়ে ‌যান কোহলি।


কোহলি আউট হতেই ম্যাচের পুরো চাপ চলে আসে ধোনির ঘাড়ে। ভারত তখন ১২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে রয়েছে। ওই অবস্থায় দলকে ১৯ ওভার প‌র্যন্ত টানেন ধোনি। কিন্তু ১৯.৩ ওভারে ৪৯ রানে আউট হয়ে ‌যান মাহি। তখন দলের রান ৭ উইকেটে ১৫৪। ফলে জেতার আর কোনও রাস্তাই তখন খোলা ছিল না।


আরও পড়ুন-২০৪৭ সালের মধ্যে বিশ্বে সর্বাধিক উচ্চ ও মধ্য আয়ের দেশ হবে ভারত : বিশ্বব্যাঙ্কের সিইও