নিজস্ব প্রতিবেদন: ভারতের খাড়া করা বিশাল স্কোরের সামনে ভেঙে পড়ল কিউইরা। সাত উইকেট হারিয়ে ৩৩১ রানে শেষ হয়ে গেল নিউ জিল্যান্ডের ইনিংস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের ৩৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাঁচ ওভারের মাথাতে প্রথম ধাক্কা খায় নিউ জিল্যান্ড। মাত্র ১০ রান করে পড়ে ‌যান দলের নির্ভর‌যোগ্য ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল। দলের রান তখন মাত্র ৪৪। তাঁকে তুলে নেন ‌যশপ্রীত বুমরাহ।


প্রথম উইকেট হারানোর পর দলকে টানতে থাকেন উইলিয়ামসন ও মুনরো। ৪৪ রান থেকে দলকে ১৫৩ রানে নিয়ে গিয়ে চাহলের বলে আউট হয়ে ‌যান মুনরো। ৭৫ রান করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। এরপর দলের ১৬৮ রানের মাথায় পড়ে ‌যান উইলিয়ামসন(৬৪)। তিন উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে ‌যায় নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।


চল্লিশ ওভারের মাথায় পড়ে ‌যান রস টেলার। তাঁকে ৩৯ রানের মাথায় তুলে নেন বুমরাহ। দলের রান তখন ৪ উইকেটে ২৪৭। দলকে টানতে থাকেন নিকোলস ও ল্যাথাম। ৪৬ ওভারের মাথায় পড়ে ‌যান নিকোলস(৩৭)। ৪৭ ওভারের পড়ে ‌যান ল্যাথাম(৬৫)।


অবশেষে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রানে শেষ হয়ে ‌যায় কিউইদের ইনিংস। এই জয়ের সুবাদে ২-১ একদিনের সিরিজ তুলে নিল ভারত।


আরও পড়ুন- গুজরাট ভোটের আগে মোদীর মনের কথায় শুধুই বল্লভভাই