নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার কুড়ি-বিশের ক্রিকেটে সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। পাঁচ ম্যাচের চলতি সিরিজে অকল্যান্ডে প্রথম দুটি ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। ২-০ তে এগিয়ে থেকে বুধবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। হ্যামিলটনেই সিরিজ পকেটে পুরে ফেলতে মরিয়া কিং কোহলির দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অকল্যান্ডে প্রথম দুটো টি-টোয়েন্টি জিতে আত্মবিশ্বাস তুঙ্গে কোহলিদের। বছরের শুরুতেই টি-টোয়েন্টিতে দুরন্ত পারফর্ম করছে টিম ইন্ডিয়া। এবছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিদের এই পারফরম্যান্স নিঃসন্দেহে এক ইতিবাচক দিক। লোকেশ রাহুল আর শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে রান পাওয়ায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে ভারতীয় দলের।



এদিকে রানে ফিরতে মরিয়া ওপেনার রোহিত শর্মা। দল অপরিবর্তিত রেখেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নামতে চলেছে ভারতীয় দল। অন্যদিকে হ্যামিলটনে ঘুরে দাঁড়াতে মরিয়া কিউই বাহিনী। তবে সেডন পার্কের পরিসংখ্যান কিউইদের পক্ষে। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টির মধ্যে ৭টিতেই জিতেছে নিউ জিল্যান্ড।


আরও পড়ুন - টিম বাসে ধোনির সিট এখনও ফাঁকাই পড়ে থাকে, তথ্য ফাঁস 'চাহল টিভি'-তে