ICC World Cup 2019: রিজার্ভ ডে-তেও বৃষ্টির ভ্রুকূটি ম্যাঞ্চেস্টারে!
সেমি ফাইনালেও সেই বৃষ্টির বাধা।
নিজস্ব প্রতিবেদন : বুধবার রিজার্ভ ডে-তেও বৃষ্টির ভ্রুকূটি ম্যাঞ্চেস্টারে। খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও হালকা বৃষ্টি মাঝে মাঝে বাধ সাধতে পারে আজকের খেলাতেও। প্রধানত মেঘে ঢাকা থাকবে ম্যাঞ্চেস্টারের আকাশ। Accuweather এর পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা অর্থাত্ ভারতীয় সময় ঠিক বিকেল সাড়ে চারটে নাদার এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টির তীব্রতা প্রবল নয়। এবং ম্যাঞ্চেস্টারের স্থানীয় সময় বিকেল পাঁচটা অর্থাত্ ভারতীয় সময় রাত সাড়ে নটার পর কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। গ্রুপ লিগে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেমি ফাইনালেও সেই বৃষ্টির বাধা। মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে বৃষ্টির ভ্রুকূটি ছিল। পূর্বাভাস মতোই এদিন ভারতীয় সময় সন্ধে ৬টার কিছু পরে বৃষ্টি শুরু হয়। তার পর দফায় দফায় বৃষ্টি চলে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে ৪৬.১ ওভার শেষে কিউইদের রান ২১১/৫। আজ রিজার্ভ ডে-তে এখান থেকেই শুরু হবে ম্যাচ।
এখন যদি রিজার্ভ ডে-তে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার জন্য ম্যাচটি ভেস্তে যায়, তবে ফাইনালে চলে যাবে ভারত। কারন গ্রুপ লিগে নিউ জিল্যান্ডের থেকে বেশি পয়েন্ট ছিল ভারতের।