IND VS NZ WTC21 Final: দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ে ফিরল ভারত, ১১৬ রানে পিছিয়ে নিউজিল্যান্ড
প্রথম উইকেটে ল্যাথাম-কনওয়ে জুটি ৭০ রান তোলেন স্কোরবোর্ডে।
নিজস্ব প্রতিবেদন: প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড শুরুটা দুর্দান্ত করেছিল সাউদাম্পটনে। রবিবার দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে যেভাবে ব্যাট করছিলেন, তাতে করে মনে হচ্ছিল দু'জনেই ক্রিজে জমে গিয়েছেন। কিন্তু ভারতের স্বস্তি ফেরান আর অশ্বিন। সিনিয়র স্পিনারের বলে ক্যাপ্টেন বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দেন ল্যাথাম। প্রথম উইকেটে ল্যাথাম-কনওয়ে জুটি ৭০ রান তোলেন স্কোরবোর্ডে।
আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: Kohli অ্যান্ড কোং গুটিয়ে গেল ২১৭ রানে! Jamieson একাই নিলেন ৫ উইকেট!
এরপর কনওয়ে হাফ সেঞ্চুরি করে যখন বড় রান করার ইঙ্গিত দিচ্ছিলেন ঠিক তখনই ইশান্ত শর্মা এসে তাঁর উইকেটটি তুলে নেন। কনওয়ে ৫৪ রান করে মহম্মদ শামির হাতে ক্যাচ তুলে দেন। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (১২) ও রস টেলর (০) তৃতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত থাকলেন। নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ৪৯ ওভার ব্যাট করে ১০১ রান তুলল। ১১৬ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। এদিনও মন্দ আলোয় স্টাম্পস হলো বেশ কিছুটা আগে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)