ওয়েব ডেস্ক: আজ সেই ম্যাচ। ক্রিকেট মাঠেই। কিন্তু লড়াই যখন ভারত বনাম পাকিস্তানের তখন মনে হয় না এটা শুধুই ব্যাট আর বলের লড়াই। খেলার মাঠের এক স্পোর্টিং যুদ্ধই বটে। তা এই ম্যাচে আফ্রিদিদের বিরুদ্ধে নামার আগে এক ঝলকে দেখে নিন, দু দলের টি২০ পরিসংখ্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) দু দল মুখোমুখি মোট ৬ টি টি২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারত জিতেছে ৫ টিতে। আর পাকিস্তান জিতেছে মাত্র ১ টি ম্যাচে।


২) দুদলের মধ্যে ভারত এক ইনিংসে সবথেকে বেশি রান করেছে ২০ ওভারে ৫ উইকেটে ১৯২। আর পাকিস্তানের এক ইনিংসে সর্বোচ্চ রান ২০ ওভারে ৭ উইকেটে ১৮১।


৩) দু দলের মুখোমুখিতে ভারতের সবথেকে কম রান ২ উইকেটে ১২৯! আর পাকিস্তানের এক ইনিংসে সর্বোনিম্ন রান ১২৮।


৪) ভারতের হয়ে মুখোমুখি ম্যাচে এক ইনিংসে সবথেকে বেশি রান করেছেন বিরাট কোহলি। ৬১ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন বিরাট।


৫) দু দলের মধ্যে মুখোমুখিতে পাকিস্তানের হয়ে এক ইনিংসে সবথেকে বেশি রান করেছেন মহম্মদ হাফিজ। তিনি করেন ৪৪ বলে ৬১।


৬) মুখোমুখি ম্যাচে ভারতের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স ইরফান পাঠানের। তিনি ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। আর পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স মহম্মদ আসিফের। ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।