জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মেলবোর্নের (Melbourne Cricket Ground) খামখেয়ালি আবহাওয়ার কথা মাথায় রেখে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ( IND vs PAK) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রচারকারী চ্যানেলের হয়ে এদিন টসের সময় মাঠে ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। রোহিতের প্রাক্তন কোচ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে,  টিম কম্বিনেশন কী হতে চলেছে! রোহিত টস জিতে বলেন, 'দেখে মনে হচ্ছে পিচ অল্পবিস্তর ঘাস আছে। আবহাওয়া আংশিক মেঘলা। বল সুইং করবে কিছুটা। আমরা সেই অ্যাডভান্টেজ নেব। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। এবার সময় নিজেদের উপভোগ করার। সাতজন ব্যাটার, একজন অলরাউন্ডার, তিনজন সিমার, দু'জন স্পিনারকে নিয়ে আমাদের দল হয়েছে।' রোহিত যে হিসাব দিয়েছেন, তা শুনে শাস্ত্রী থ হয়ে যান। কারণ ভারতের প্রথম একাদশে ১৩ জনকে খেলানোর কথা বলে ফেলেন রোহিত! রোহিতের এই বক্তব্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনWatch | Rohit Sharma | IND vs PAK: জাতীয় সংগীতের সময় রোহিতের চোখে জল! আবেগে ভাসছে নেটপাড়া


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


অন্যদিকে এদিন রোহিত অন্য এক কারণেও ভাইরাল হয়েছেন। 'মাদার অফ অল ব্যাটল'-এর আগে এমসিজি-তে  বাজানো হয় প্রথামাফিক দুই দেশের জাতীয় সংগীত ! ভারতের জাতীয় সংগীত যখন বাজতে শুরু করে, তখন অধিনায়ক রোহিতের অভিব্যক্তিতে আটকে যায় ক্যামেরার ফোকাস। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যখন নেপথ্যে 'জনগণমন' বাজে, তখন তাঁর এক আলাদাই অনুভূতিই হয়। সে বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন! হাজার হাজার ভারতীয় ফ্যান উঠে দাঁড়িয়ে গলা মেলাচ্ছিলেন বিরাট-রোহিতদের সঙ্গে। এহেন পরিবেশে রোহিতের চোখ ভিজে এসেছিল। নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। রোহিতের এই ভিডিয়ো মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। 



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)