জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। এখন সময় ভারত-পাকিস্তান (India vs Pakistan) ওরফে 'মাদার অফ অল ব্যাটল'-এর ! ফের বাইশ গজে মুখোমুখি যুযুধান দুই পক্ষ। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজম (Babar Azam) ডুয়েলের জন্য মুখিয়ে গোটা বিশ্ব। ফুটছে এমসিজি। শুধু বল গড়ানোর অপেক্ষা। আবহাওয়ার কথা মাথায় রেখে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত। দেখে নেওয়া দুই দলের প্রথম একাদশ। এদিন রোহিত টস জিতে বলেন, 'দেখে মনে হচ্ছে পিচ অল্পবিস্তর ঘাস আছে। আবহাওয়া আংশিক মেঘলা। বল সুইং করবে কিছুটা। আমরা সেই অ্যাডভান্টেজ নেব। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। এবার সময় নিজেদের উপভোগ করার।' টসের সময় রবি শাস্ত্রী রোহিতকে টিম কম্বিনেশন কী হতে চলেছে, এই ব্যাপারে প্রশ্ন রেখেছিলেন। যার উত্তরে রোহিত বলেন, 'সাতজন ব্যাটার, একজন অলরাউন্ডার, তিনজন সিমার, দু'জন স্পিনারকে নিয়ে আমাদের দল হয়েছে।' বাবরও জানান যে, তিনি টস জিতলে ব্যাটই করতেন। দলের প্রসঙ্গে বলেন, 'তিনজন ফাস্টবোলার,  দু'জন স্পিনার ছাড়া বাকি সবাই আমাদের ব্যাটার।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022, Live Update: মেলবোর্নের পরিষ্কার আকাশে টসে জিতে বল করবে রোহিতের টিম ইন্ডিয়া


ভারত: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং


পাকিস্তান: মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাহদাব খান, হায়দার আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)