নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই টিটোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতের প্রমীলা বাহিনী। ৭ উইকেটে সহজ জয় পেলেন হরপ্রীত কৌররা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের সামনে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে বেঁধে রাখতে পারেননি পাকিস্তানি মহিলারা। ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ভারতের প্রমীলারা। ভারতের জয়ে অন্যতম ভূমিকা রাখেন মিতালি রাজ। ৪৭ বলে ৫৬ রান তোলেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরপর দুটি ম্যাচ জিতে গ্রুপ বি-তে শীর্ষে হরমনপ্রীত কৌরের দল। ম্যাচের সেরা হয়েছেন মিতালি রাজ। 


এদিন শুরুতেই পাক ব্যাটিংয়ে ধস নামান ভারতীয় বোলাররা। ৩০ রানে ৩ উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টানেন বিসমা মাহরুফ ও নিদা দার। দুজনেই অর্ধ শতরান করেন। বিসমা ৫৩ ও নিদা করেন ৫২ রান। চতুর্থ উইকেটে দুই পাক ব্যাটসম্যানের ৯৩ রানে যুগলবন্দিতে ১৩৪ রানে পৌঁছে যায় পাকিস্তান। তবে এটাও ঠিক, তিনটি সহজ ক্যাচ ফস্কে দিয়েছেন ভারতের প্রমীলারা। শুরুতেই পাক উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা জাফরের উইকেট তুলে ধাক্কা দেন অরুন্ধতী রেড্ডি। পাকিস্তান খাতা খোলার আগেই পাক অধিনায়ক জাভেরিয়া খানের সহজ ক্যাচ ফস্কে দেন জাভেরিয়া খান। তবে দুটি রান আউট ভারতকে সুবিধাজনক জায়গায় এনে দিয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। ১১ তম ওভারে নিদার ক্যাচ ফেলে ভারত। তখন পাক ব্যাটসম্যান করেছিলেন ১৫ রান। 


এরপর ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মিতালি রাজের চওড়া ব্যাটের সৌজন্যে সহজেই রান তাড়া করে ফেলে ভারত। মিতালি ৫৬ রানে আউট হন। তবে ততক্ষণে লক্ষ্যের কাছেই পৌঁছে গিয়েছিল ভারত। 


আরও পড়ুন- শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া