নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অফ ফর্মে থাকা ক্যাপ্টেন কোহলির সামনে বিরাট রেকর্ডের হাতছানি ঘরের মাঠে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই সেই মাইলস্টোন পূর্ণ করতে পারেন কিং কোহলি। ওয়ান ডে-তে আর মাত্র ১৩৩ রান করলেই সচিনকে ছুঁয়ে নয়া রেকর্ড গড়বেন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে আর ১৩৩ রান করলেই একদিনের ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।  ২৪৮ টি একদিনের ম্যাচে ২৩৯টি ইনিংসে ১১,৮৬৭ রান করেছেন বিরাট কোহলি।


একদিনের ক্রিকেটে এর আগে মোট পাঁচ জন ক্রিকেটার বারো হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন- যাঁদের মধ্যে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। সচিন ওয়ান ডে -তে বারো হাজার রানের গণ্ডি টপকেছিলেন ৩০০টিরও বেশি ইনিংসে। যে পাঁচ জন ক্রিকেটার একদিনের ক্রিকেটে বারো হাজার রান করেছেন তাঁদের সকলের থেকে অনেক কম ইনিংস খেলেই হয়তো ওডিআই-তে বারো হাজার রান পূর্ণ করার হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। সেক্ষ্ত্রে ওডিআই ক্রিকেটে দ্রুততম বারো হাজার রানের মালিক হবেন কিং কোহলি।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ পাচ্ছেন বিরাট কোহলি। তবে সাম্প্রতিক অফ ফর্ম কাটিয়ে দেশের মাটিতে ফর্মে ফিরতে মরিয়া কিং কোহলি। বৃহস্পতিবার ধরমশালায় প্রথম একদিনের ম্যাচেই মাইলস্টোন স্পর্শ করতে পারেন বিরাট কোহলি।
 


আরও পড়ুন - সচিন, সেহবাগ, যুবরাজ ব্যর্থ! ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় দলকে জেতালেন ইরফান পাঠান