ওয়েব ডেস্ক: ব্যাটের পর বলেও কামাল করলেন হার্দিক পাণ্ড্য। যে পিচে দক্ষিণ আফ্রিকার পেসারদের খেলতে বেকায়দায় পড়েছিলেন, সেখানেই শামি-ভুবনেশ্বর কুমারদের সামলে নিলেন প্রোটিয়ারা। হার্দিক পাণ্ড্যই ভারতকে এনে দিলেন কাঙ্ক্ষিত 'ব্রেক থ্রু'। ৫২ রানে পড়ল প্রথম উইকেট। তারপর এলগারকেও তুলে নিলেন হার্দিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ আফ্রিকার দুই ওপেনিং ব্যাটসম্যানই প্যাভিলিয়নে। নাইট ওয়াচম্যান কাসিগো রাবাড়ার সঙ্গে ক্রিজে রয়েছেন হাসিম আমলা। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট খুঁইয়ে ৬৫ রান। প্রথম ইনিংসে ভারতের থেকে লিড নেওয়ায় দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই এগিয়ে ১৪২ রানে এগিয়ে। পিচের যা অবস্থা তাতে আরও দেড়শো রান দক্ষিণ আফ্রিকা যোগ করে ফেললে ভারতের অবস্থা কঠিন হবে। 


আরও পড়ুন- স্টেইন-রাবাড়ার সামনে দাঁড়াতেই পারল না ভারতের 'বিশ্ব সেরা' ব্যাটিং



দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে আটকে রাখার পরও সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। শীর্ষসারির ব্যাটসম্যানরা ফেল করেছেন। দলকে টেনেছেন হার্দিক পাণ্ড্য। তিনি করেন ৯৩ রান। তার ওই রান বাদ দিলে দুশোর গণ্ডিও পেরাতো না টিম ইন্ডিয়া। ভারত অলআউট হয় ২০৯ রানে।