নিজস্ব প্রতিবেদন: চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই হেরেছে ঋষভ পন্থের ভারত। রবিবার অর্থাৎ আজ কটকের বারাবটি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি (India vs South Africa, 2nd T20I) হয়েছে। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৪৮। দক্ষিণ আফ্রিকার এই সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার জন্য টার্গেট ১৪৯।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিশানের ওপেনিং জুটি ভেঙে যায় ৩ রানের মধ্যে। কাগিসো রাবাদার বলে রুতুরাজ মাত্র ১ রান করে কেশব মহারাজের হাতে ক্যাচ তুলে দেন। ঈশানকে সঙ্গ দিতে আসেন শ্রেয়স আইয়ার। ৩৫ বলে ৪৫ রান আসে তাঁদের যুগলবন্দিতে। ২১ বলে ৩৪ করে ফিরে যান ঈশান। নোকিয়ার বলে ঝাড়খণ্ডের ব্যাটার ভ্যান ডার ডুসেনের হাতে জমা পড়ে যান।


এরপর অধিনায়ক পন্থ (৫) ও হার্দিক পাণ্ডিয়া (৯) আসেন আর ফিরে যান। আইয়ারের ইনিংসও থামে ৩৫ বলে ৪০ রানে। ছয়ে নেমে অক্ষর প্যাটেল ১১ বলে ১০ রান করে ফেরেন। অক্ষর যখন ফেরেন তখন ভারতের স্কোর ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২। এরপর দীনেশ কার্তিক ও হর্ষল প্যাটেল যদি ঝোড়ো ইনিংস না খেলতেন তাহলে ভারতের পক্ষে এই রান করাও সম্ভব হত না। কার্তিক ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। হর্ষল ৯ বলে ১২ রানের ইনিংস খেলেন। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নেন নোকিয়া। দু'টি করে উইকেট নেন ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস ও তাবরেজ শামসি।


আরও পড়ুন: IPL Media Rights: জেনে নিন ই-নিলামের প্রথম দিনে ঠিক কী কী ঘটল


আরও পড়ুন: Babul Supriyo: 'এই বয়সে তিনবার গোলের জায়গায় পৌঁছে গিয়েছিলাম, কেউ পাসই বাড়াল না আমায়!'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)