নিজস্ব প্রতিবেদন: ধরমশালায় বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর বুধবার মোহালিতে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার থেকেই পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কোহলিরা। কেননা মেগা টুর্নামেন্টের আগে এখনও প্রায় কুড়িটার মতো ম্যাচ পাচ্ছে ব্লু ব্রিগেড। যার শুরুটা মোহালি থেকেই শুরু করে দিতে চান কোহলি অ্যান্ড কোম্পানি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি সিরিজে বড় পরীক্ষার সামনে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ভুলভাল শট মেরে আউট হওয়ার জন্য ইতিমধ্যেই হেডস্যারের সতর্কবার্তা পেয়ে গিয়েছেন ধোনির উত্তরসূরি। মোহালিতে লড়াইয়ে নামার আগেই নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কাছেও বার্তা পেয়ে গেলেন পন্থ।




প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই ম্যাচের সিরিজ হওয়ায় বুধবারের ম্যাচ দুই দলের কাছেই মাস্ট উইন গেম। চলতি সিরিজের অন্যতম ইউএসপি হতে চলেছে বিরাট কোহলি বনাম কাগিসো রাবাদার লড়াই। সেই সঙ্গে কুলদীপ-চাহলের অনুপস্থিতিতে ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহরদের মতো তরুণদের কাছে নিজেদের মেলে ধরার আদর্শ মঞ্চ।  


আরও পড়ুন - সরফরাজদের বিরিয়ানি খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করলেন মিসবা উল হক