নিজস্ব প্রতিবেদন: তাঁর সঙ্গে তুলনা চলছে হার্দিক পান্ডিয়ার। তবে তা না-পসন্দ কপিল দেবের। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের সাফ কথা, ''দ্বিতীয় টেস্টে ক্ষমার অযোগ্য ভুল করেছে হার্দিক। এমনটা করতে থাকলে আমার সঙ্গে ওকে তুলনা করা উচিত হবে না।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অতিসম্প্রতি ভারতীয় দলে ব্যাটে বলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হার্দিক পান্ডিয়া।দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে তাঁর সাহসী ব্যাটিং সাধুবাদ কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কপিল দেবের সঙ্গে তুলনা হচ্ছে ভারতের নয়া অলরাউন্ডারের। সেই হার্দিকই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরাটের সঙ্গে ক্রিজে জমে যাওয়ার পর দায়সারাভাবে রান আউট হন। 


হার্দিক পান্ডিয়ার এমন দায়সারা মনোভাব দেখে ক্ষুব্ধ কপিল দেব। তাঁর কথায়, ''এমন ভুল করতে থাকলে আমরা সঙ্গে হার্দিকের তুলনা করাটা উচিত হবে না। হার্দিক প্রতিভাবান। তবে মানসিক দিক দিয়ে ওকে আরও খাটতে হবে।'' 


আরও পড়ুন- হেরে গিয়েও বিরাট 'ঔদ্ধত্য' কোহলির


কপিলের সঙ্গে হার্দিকের তুলনা করতে চান না কপিলের বন্ধু প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল। তাঁর কথায়, ''১৫ বছর ধরে কপিল ধারাবাহিকভাবে ভারতের হয়ে পারফর্ম করেছে। সেখানে হার্দিক মাত্র ৫টা টেস্ট খেলেছে। এখনই ওর সঙ্গে কপিলের তুলনা হতে পারে না।''