নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরি করে ফেলল বিরাট বাহিনী। এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে পোর্ট এলিজাবেথে সিরিজ তুলে নিল মেন ইন ব্লু। হাসিম আমলাদের দেশে এটাই ভারতের প্রথম সিরিজ জয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে ২৭৪ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০১ রানেই আউট হয়ে ‌যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে কুলদীপ ‌যাদব একাই দক্ষিণ আফ্রিকাকে জোর ধাক্কা দিয়ে দেন।


আরও পড়ুন-লোবোর বিশ্বমানের গোলে মিনার্ভা বধ ইস্টবেঙ্গলের


শুরুটা ভালো করলেও ৩৪ রানে আউট হয়ে ‌যান শিখর ধাওয়ান। ৩৬ রানের মাথায় ফিরে ‌যান কোহলি। তবে ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়ে ‌যান রোহিত শর্মা। কেরিয়ারের ১৭তম শতরান করেন রোহিত। ১১টি ৪ ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ১১৫ রানের ইনিংসটি ।


অন্যদিকে, ভারতের ২৭৪ রান তাড়া করতে গিয়ে হাসিম আমলা ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনও ব্যাটসম্যান হাত খুলে খেলতে পারেননি। ৭১ রান করেন হাসিম আমলা। ডেভিড মিলার ৩৬, হেনরিকে ৩৯ ও অধিনায়ক মার্করাম ৩২ রানে ফিরে ‌যান। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২০১ রানে।