নিজস্ব প্রতিবেদন: প্রতিকূলতার মধ্য দিয়ে বৃহস্পতিবার ধরমশালায় শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ । সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে জর্জরিত । ব্যতিক্রম নয় ভারতও। তাই ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজকে ঘিরে সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড । ধরমশালা মূলত পর্যটন কেন্দ্র । সারা বছর বহু দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাই বৃহস্পতিবারের ম্যাচকে ঘিরে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা ......


*  ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্ধারে  চিকিত্‍সকরা থাকবেন ।
*   প্রত্যেক  দর্শককে  পরীক্ষার পর মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে ।
*  দর্শকাসনের ভিড় এড়াতে টিকিট বিক্রির ক্ষেত্রে রাশ টানা হয়েছে ।
*  মাঠে চিকিত্‍সক টিম থাকবে ।
*  অল্পবিস্তর শরীর খারাপ থাকলেও মাঠে না আসার অনুরোধ করা হয়েছে ।
*  মাস্ক পড়া বাধ্যতামূলক না হলেও যারা অন্য রোগে আক্রান্ত তাদের মাস্ক পড়ে আসতে বলা হয়েছে ।


তবে দক্ষিণ আফ্রিকার কোনও সাংবাদিক এই সিরিজের জন্য দলের সঙ্গে ভারত সফরে আসেননি। এদিকে করোনা আতঙ্কের মধ্যে টিকিট বিক্রির ওপরও প্রভাব পড়েছে। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস তো রয়েছেই। সবমিলিয়ে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজন করাই এখন বড় চ্যালেঞ্জ হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার।   


আরও পড়ুন - IND vs SA: আজ শুরু ওয়ান ডে সিরিজ; কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন