নিজস্ব প্রতিবেদন: শুরু হলো ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজ। রবিবার অর্থাৎ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ চলছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এদিন টস জিতে দাসুন শানাকা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শিখর ধাওয়ানদের। ভারত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন পৃথ্বীর সঙ্গে ওপেন করতে নেমে শুরুতেই ভারত ধাক্কা খায়। ম্যাচের প্রথম বলেই উইকেট দিয়ে আসেন পৃথ্বী। দুশ্মন্ত চামিরার বলে মিনোদ ভানুকার হাতে ক্যাচ তুলে দেল তরুণ ওপেনার। এরপর ধাওয়ানকে সঙ্গ দিতে আসেন সঞ্জু স্যামসন। দুয়ে মিলে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন। ২০ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেলে আউট হয়ে যান সঞ্জু। চারে নামেন সূর্যকুমার যাদব। ধাওয়ানের হাত শক্ত করেন তিনি। ধাওয়ান-সূর্যকুমারের জুটি ৪৮ বলে ৬২ রান করে। 


আরও পড়ুন: IPL 2021: ১৯ সেপ্টেম্বরে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব, কবে নামছে KKR?



ধাওয়ান ৩৬ বলে ৪৬ রান (৪X৪, ৬X১) করে চামিকা করুণারন্তেন বলে আশেন বান্দারার হাতে ক্যাচ তুলে দেন। ধাওয়ান ফেরার পরের ওভারেই ফিরে যান সূর্যকুমারও। ৩৪ বলে ৫০ রানের (৪X৫, ৬X২) ইনিংস খেলে তিনি ফেরেন ডাগআউটে। এরপর হার্দিক পাণ্ডিয়া (১০) ও ঈশান কিশানদের (অপরাজিত ২০) ব্যাটে ভারত শেষ পর্যন্ত ১৬৪ রান তুলতে সমর্থ হয়। দেখার ভারত এই রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেঁধে ফেলতে পারে কি না!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)