COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ব্যুরো: বিদেশের মাটিতে জয়ের অভ্যাস তৈরি করার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কায় পৌছল ভারতীয় দল। আট বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে গেল ভারত। শ্রীলঙ্কা যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি জানালেন দেশের পর এবার বিদেশের মাটিতে জয়ের অভ্যাস গড়ে তোলাই এবার তাদের লক্ষ্য। আরও পড়ুন- ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে সচিনকেই চান শাস্ত্রী
                                
ভারতীয় দল শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট,পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২৬ জুলাই গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবেন কোহলিরা। অনিল কুম্বলের কোচিংয়ে ঘরের মাটিতে পরপর চারটি টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এবার নতুন কোচ রবি শাস্ত্রীর কোচিংয়ে শ্রীলঙ্কা যাচ্ছে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে টেস্টে সাফল্য বিদেশের মাটিতেও ধরে রাখতে চান বিরাট কোহলি। অন্যদিকে যাবতীয় সাফল্যের জন্য ভারতীয় ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন শাস্ত্রী। আরও পড়ুন- সচিন প্রশ্নে শাস্ত্রীকে স্বার্থের সংঘাত' ইস্যুর কথা জানাল বোর্ড