নিজস্ব প্রতিবেদন: হিটম্যানের ঝোড়ো হাওয়ায় কার্যত উড়ে গেল লঙ্কার বোলিং ব্রিগেড। ৩৫ বলে ১০০ করে নজির গড়লেন অধিনায়ক রোহিত শর্মা। যোগ্য সঙ্গ দিচ্ছেন লোকেশ রাহুল। এই মুহূর্তে তিনি ব্যাট করছেন ৪৬ রানে। কোনও উইকেট না হারিয়ে ১৪৮ রান করেছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফের ভারতকে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা অধিনায়ক থেসেরা পেরেরা। এবার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত হিসাবে থেসেরা যুক্তি দেন হলকার স্টেডিয়ামের মাঠ ছোটো। রান তাড়া করে জিততে সুবিধা হবে শ্রীলঙ্কার। কটকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে পর্যুদস্ত হতে হয়েছিল থেসারাদের। সেই ম্যাচ ৯৩ রানে জেতে ভারত।


কটকে ব্যাটিং বিপর্যয়কে মাথা রেখে আজকের ম্যাচে দু'জন ব্যাটসম্যান খেলাচ্ছে শ্রীলঙ্কা। বোলার বিশ্ব ফার্নান্ডো, দাসুন শানাকার বদলে এদিন


কোনও পরিবর্তন হয়নি রোহিত শর্মার দলে।