India vs Sri Lanka: টি-টোয়েন্টির পর টেস্টেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত
প্রত্যাশিত ফল। টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজেও ভারতের কাছে চুনকাম হল শ্রীলঙ্কা
ভারত ২৫২ ও ৩০৩/৯ ডিক্লেয়ার
শ্রীলঙ্কা (টার্গেট ৪৪৭) ১০৯ ও ২০৮
ভারত জয়ী ২৩৮ রানে
ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার (৯২ ও ৬৭)
সিরিজের সেরা ঋষভ পন্থ (১৮৫ রান)
নিজস্ব প্রতিবেদন: তিন ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করার পর, এবার দু'ম্যাচের টেস্ট সিরিজেও ( India vs Sri Lanka) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত শ্রীলঙ্কাকে চুনকাম করল। প্রথম টেস্টে মোহালিতে ভারত ইনিংস ও ২২২ রানে জিতেছিল। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ভারত জিতল ২৩৮ রানে। গোলাপি বলে দিন-রাতের টেস্টের ফয়সলা হয়ে গেল প্রায় আড়াই দিনের মধ্যে।
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ২৫২ করার পর দ্বিতীয় ইনিংসে ভারত ৯ উইকেটে ৩০৩ করে ইনিংস ডিক্লেয়ার করে। ভারত ৪৪৭ রানে লিড নেয়। গতকাল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ২৮ রান করেছিল। ৪১৯ রানে পিছিয়ে দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। দ্বিতীয় টেস্ট জেতার জন্য ভারতের দরকার ছিল ৯ উইকেট। গতকালই টেস্ট জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল টিম।
গতরাতের অপরাজিত ব্যাটার করুণারত্নে (১০) ও কুশল মেন্ডিস (১৬) এদিন খেলা শুরু করেন। করুণারত্নে-মেন্ডিস জুটি এদিন ভালই শুরুটা করেছিলেন। মেন্ডিস ৬০ বলে ৫৪ রান করে আর অশ্বিনের বলে আউট হয়ে যান। তাঁকে স্টাম্প করেন ঋষভ পন্থ। মেন্ডিস ফেরার পর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে শ্রীলঙ্কা।
একমাত্র ক্রিজ কামড়ে পড়েছিলেন ক্যাপ্টেন করুণারত্নে। ২২৮ মিনিট ক্রিজে থেকে ১৭৪টি বল ফেস করে তিনি করেন ১০৭ রান। অধিনায়কের দারুণ সেঞ্চুরিও এদিন কাজে আসেনি। কারণ তাঁর হাত শক্ত করার কাজটা আর কোনও ব্যাটারই করতে পারেননি। করুণারত্নে ও মেন্ডিস বাদে দলের আট ব্যাটার দশ রানের মধ্যে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ইনিংসে বল হাতে ঝলসালেন আর অশ্বিন। তিনি চার উইকেট তুলে নেন। তিন উইকেট পান জসপ্রীত বুমরা। একটি উইকেট জাদেজার ও জোড়া উইকেট অক্ষর প্য়াটেলের। শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২০৮ রানে।
আপাতত দেশের জার্সি মাস দেড়েকের জন্য তুলে রাখবেন রোহিতরা। এবার সতীর্থরা হয়ে যাবেন প্রতিদ্বন্দ্বী। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে যাবে আইপিএল। ক্রোড়পতি লিগ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা জুনে আসবে ভারত সফরে। দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে।
আরও পড়ুন: Ravichandran Ashwin: বেঙ্গালুরু টেস্টে স্টেইনকে টপকে অনন্য আটে অশ্বিন
আরও পড়ুন: IPL 2022: আইপিএলের প্রথম সপ্তাহে দেখা যাবে না এই ২৬ জন বিদেশি ক্রিকেটারকে!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)