ওয়েব ডেস্ক:  শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে রেকর্ড গড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। পেরিয়ে গেলেন শন পোলক ও চামিন্ডা ভ্যাসের রেকর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের ৩০০তম একদিনের ম্যাচে আজ ধোনি মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না। তবে তিনি একটি রেকর্ড গড়ে ফেললেন। একদিনের কেরিয়ারে তিনি খেলে ফেললেন ৭৩টি নট আউট ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল শন পোলক ও চামিন্ডা ভ্যাসের। এখন থেকে ওই দুইজন চলে গেলেন দু’নম্বরে।


শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে আজ সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন মণীষ পাণ্ডে। তিনি ৪২ বলে ৫০ রান করেন। ধোনি শেষপ‌র্যন্ত ৪৯ রানে অপরাজিত থাকেন। এই হাফ সেঞ্চুরিটি হয়ে গেলে এটি হতে পারতো ধোনির একদিনের কেরিয়ারে ১০০তম হাফ সেঞ্চুরি।


অন্যদিকে, আজ আরও একটি রেকর্ড করে ফেলতে পারেন ধোনি। আর একটা স্ট্যাম্প তিনি ‌যদি করতে পারেন তা হলে তাঁর দখলে চলে আসবে সর্বাধিক স্ট্যাম্প করার রেকর্ড। একদিনের ম্যাচে সাঙ্গাকারার দখলে রয়েছে ৯৯টি স্ট্যাম্প করার রেকর্ড। সেটিও ভেঙে দিতে পারেন মাহি।


আরও পড়ুন-বিরাটের পর রোহিতের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া